বার্তা নিউজ / ২১ আগষ্ট ২০১৬ / বন্দরে নিখোঁজের তালিকা ক্রমেই দীর্ঘ হতে চলেছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের অসংখ্য নারী-পুরুষ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। কেউ কেউ পরকীয়া প্রেমের টানে কিংবা ঋৃন পরিশোধের ভয়ে গৃহছাড়া হয়ে নিখোঁজ থাকলেও কেউ কেউ বা সন্ত্রাসী-চাঁদাবাজ-কিডন্যাপার অথবা কারো আক্রোশের শিকার হয়ে গুমও হয়ে যায়। সম্প্রতি চান মিয়া(৪৫) নামে এক অটোচালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার মধ্যবয়সী এ অটোচালকের নিখোঁজ হওয়ার ১৭দিন অতিবাহিত হতে চললেও তার সন্ধান না পাওয়ায় পরিবারে চরম শংকা বিরাজ করছে। স্বামী’র সন্ধান পেতে স্ত্রী মোসাম্মৎ নাহার বেগম বাদী হয়ে নিখোঁজের ১১দিন পর অর্থাৎ ১৬ আগষ্ট বন্দর থানায় একটি সাধার ডায়েরী করেন। যার নং ৬৫৭। গৃহবধূ এন্ট্রিকৃত ডায়েরীতে উল্লেখ করেন,তার স্বামী (স্থানীয় তালতলা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে) চান মিয়া অটোরিকশা কেনার জন্য গত ৫ আগষ্ট সকাল ৯টায় নগদ ৩৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে সে নিখোঁজ হয়। প্রায় ১১দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে স্ত্রী নাহার বেগম বাদী হয়ে ১৬ আগষ্ট বিকেলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ১৭ দিন ধরে সন্ধান মিলছেনা অটোচালক চান মিয়ার
বার্তা নিউজ / ২১ আগষ্ট ২০১৬ / বন্দরে নিখোঁজের তালিকা ক্রমেই দীর্ঘ হতে চলেছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের অসংখ্য নারী-পুরুষ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। কেউ কেউ পরকীয়া প্রেমের টানে কিংবা ঋৃন পরিশোধের ভয়ে গৃহছাড়া হয়ে নিখোঁজ থাকলেও কেউ কেউ বা সন্ত্রাসী-চাঁদাবাজ-কিডন্যাপার অথবা কারো আক্রোশের শিকার হয়ে গুমও হয়ে যায়। সম্প্রতি চান মিয়া(৪৫) নামে এক অটোচালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার মধ্যবয়সী এ অটোচালকের নিখোঁজ হওয়ার ১৭দিন অতিবাহিত হতে চললেও তার সন্ধান না পাওয়ায় পরিবারে চরম শংকা বিরাজ করছে। স্বামী’র সন্ধান পেতে স্ত্রী মোসাম্মৎ নাহার বেগম বাদী হয়ে নিখোঁজের ১১দিন পর অর্থাৎ ১৬ আগষ্ট বন্দর থানায় একটি সাধার ডায়েরী করেন। যার নং ৬৫৭। গৃহবধূ এন্ট্রিকৃত ডায়েরীতে উল্লেখ করেন,তার স্বামী (স্থানীয় তালতলা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে) চান মিয়া অটোরিকশা কেনার জন্য গত ৫ আগষ্ট সকাল ৯টায় নগদ ৩৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে সে নিখোঁজ হয়। প্রায় ১১দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে স্ত্রী নাহার বেগম বাদী হয়ে ১৬ আগষ্ট বিকেলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
Post a Comment
Facebook Disqus