বার্তা নিউজ / ২৭ আগষ্ট ২০১৬ /বন্দর সমর ক্ষেত্র ’৭১ মাঠে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজিত বন্দর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১২ দিন ব্যাপী বৃক্ষ মেলার ৫ম দিন অতিবাহিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের অর্থায়নের ১২ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার ৫ম দিনে গতকাল শনিবার ৭শ’ শিক্ষার্থীকে বিনা মূলে গাছের চাড়া বিতরণ করা হয়। বন্দর উপজেলা কৃষি অফিসার মোস্তফা এমরান হোসেন নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে গাছের চাড়া বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন উপ সহকারী উদ্ধিদ সংরক্ষণ অফিসার জয়নাল আবেদীন, উপ সহকারী কৃষি অফিসার হীরা লাল দাস, কাজী আশরাফ ও নবীগঞ্জ নার্সারীর মালিক মাওলানা খাজা হেসাম উদ্দিন চিস্তসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মচারীবৃন্দ। গাছের চাড়া প্রহণ করেন নাজিম উদ্দিন ভ’ইয়া জিগ্রী কলেজ, কলাগাছিয়া ইউনিয়ন গালস হাই স্কুল, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রসা, ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষার্থীকে গাছের চাড়ার সাথে গেঞ্জী, ক্যাপ ও যাতায়ত ভাতা প্রদান করা হয়। 


Post a Comment

Disqus