আড়াইহাজার প্রতিনিধি  / ২৮ সেপ্টেম্বর ২০১৬ / আড়াইহাজার উপজেলার উচিৎপুরা বাজারে আশরাফ ড্রাগহাউজে এক শ্রেণী কুচক্রী মহল অতর্কিত হামলার চেষ্টার সময় বাজার কমিটি ও এলাকাবাসীর বাধা, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, আশরাফ ড্রাগ হাউজের ডা: মোঃ আশরাফ হোসেন (চন্দন), প্রায় ৩০/৩৫ বছর যাবৎ সুনামের সহিত ডাক্তারী করে আসছেন। ডা: আশরাফ হোসেন চন্দন, এলডিএমএস (ঢাকা), সিপিএম (ঢাকা), এলএমএফ (ঢাকা), বিএসএস (পাশ) ঢাকা। অত্যন্ত ভদ্র, নমনীয় ভাবে ডাক্তারী করে যাচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর গহরদী গ্রামের লিটনের স্ত্রী ব্যাথার ইনজেকশন নিতে আসে। ডাক্তারের হাতে ইনজেকশন না দিয়ে ব্যাথার ইনজেকশন মহিলা কোমড়ে দেয়। এ ঘটনায় স্ত্রী তার স্বামী লিটনের সাথে বললে লিটন তার লোকজন নিয়া ডাক্তারের দোকানে হামলা চালাতে আসলে এলাকাবাসী বাধা দেয়। বাধা উপক্ষো করে চেয়ার ভাংচুর করলে ঘটনাস্থলে আড়াইহাজার থানাপুলিশ উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। ডাক্তার উক্ত ঘটনায় ছাইনি বিচার চাহিলে লিটন তার লোকজন লিটনের লোকজন এসে ডাক্তারের ক্ষমা প্রার্থনা করে। ছাইনি বিচার বঞ্চিত হয়। এলাকাবাসী জানায় ডাক্তারের কোন অপরাধ নেই, থানা পুলিশের নিকট লিটনের স্ত্রী ভুলের জন্য ক্ষমা চায়। ডাক্তার  চন্দন উক্ত ঘটনা ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিলে বর্তমানে  কোন উত্তোজনা নেই। এই ধরণের ঘটনা যাতে আর না হয় সেদিকে শতর্ক রাখার জন্য বাজার কমিটি ও এলাকাবাসী সব সময় সজাগ দৃষ্টি রাখবে বলে এই প্রতিদেককে জানায়। 


Post a Comment

Disqus