কাজী রোমান / ২৮ সেপ্টেম্বর ২০১৬ /  মাদার তেরেসা সম্মাননা পেলেন সোনারগাঁয়ের সাংবাদিক ও রোটারিয়ান মশিউর রহমান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা, সংগঠক ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় তিনি এ পদকে ভূষিত হন। গত মঙ্গলবার বিকেলে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়।
ঢাকার সেগুন বাগিচার প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে মাদার তেরেসার ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্যে ভেজাল, বাল্য বিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক। 
অনুষ্ঠানে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের চেয়ারম্যান সংস্কৃতিকজন অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অবসরপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ড. নাসিরউদ্দিন খাঁন, ভোজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আতাউল্লাহ খাঁন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, জনতার কথা বলে পত্রিকার সম্পাদক নাঈম হাসান, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন প্রমুখ। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় ২০ গুনীজনকে সংবর্ধনা দেয়া হয়।
সাংবাদিক মশিউর রহমান সোনারগাঁও প্রেস ক্লাব, রোটারী ক্লাব অব সোনারগাঁও হেরিটেজ, সু-শাসনের জন্য নাগরিক ( সুজন), সোনারগাঁও সংঘ, অগ্নিবিনা ক্রীড়া ও যুব কল্যান ক্লাবের সদস্য। এছাড়া তিনি সোনারগাঁও জি আর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। সাংবাদিক মশিউর রহমান মাদার তেরেসা সম্মাননা পাওয়ায় সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও নিউজ ডটকম, রোটারী ক্লাব অব সোনারগাঁও হেরিটেজ, সোনারগাঁও জি আর মডেল স্কুল এন্ড কলেজ, অগ্নিবিনা ক্রীড়া ও যুব কল্যান ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।



Post a Comment

Disqus