বার্তা নিউজ / ২৮ সেপ্টেম্বর ২০১৬ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে ৩ কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কথিত সাংবাদিক মাসুম বিল্লাহ, সোহেল মিয়া ও সুমন মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। স্থানীয় পত্রিকার কার্ড ব্যবহার করে এলাকায় মাদক বিক্রি ও মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় কথিত সাংবাদিক মাসুম বিল্লাহ ও সোহেল মিয়া স্থানীয় পত্রিকার কার্ড নিয়ে ৪-৫ জনের একটি সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। এছাড়াও চক্রটি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে পুলিশের পাশাপাশি চাঁদা উত্তোলন করে আসছিল। কোন যানবাহনের শ্রমিক ও মালিক এ সিন্ডিকেটের সদস্যদের চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে মারধর, পত্রিকায় মিথ্যা রিপোর্ট প্রকাশ ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিত। এছাড়াও চক্রটি নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। চক্রটি এলাকার সাধারণ মানুষকে ব্লাকমেইলিং করে হয়রারী করে। কিন্তু এ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসলেও পুলিশ তাদেরকে অজ্ঞাত কারনে গ্রেফতার করেনি। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার ও উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কাঁচপুর এলাকায় ডিউটি করছিল। এসময় পুলিশ কাঁচপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পরিত্যাক্ত সোনারগাঁ ফিলিং ষ্ট্রেশন এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় কথিত সাংবাদিক মাসুম বিল্লাহ ও সোহেল মিয়া ও সুমনকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, মাদক সেবন, পরিবহনে ও শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Post a Comment
Facebook Disqus