অনিক / ২৮ সেপ্টেম্বর ২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চত্বরে গত কাল বুধবার দুপুরে নিজেদের  ভুমি রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাদিপুর ইউনিয়ন বাসী। বিক্ষোভকারীরা স্থানীয় ভূমিদস্যু আরিফ ভেন্ডারের বিচার চায় । ভুক্তভোগীদের মধ্যে আঃ সালাম, নিগার সুলতানা, রোকসানা আক্তার জানায় দির্ঘদিন যাবত বাইসটেকি এলাকার ভূমিদস্যু আরিফ ভেন্ডার এলাকায় প্রভাব খাটিয়ে জোরপূবর্ক অন্যের জায়গা জমি দখল করে  বিভিন্ন সময়ে ভূমি মালিকদের মারধর করে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে । তারভয়ে এলাকার কেউ কথা বলে না তার নির্যাতন থেকে স্থানিয় মসজিদের ইমামও রক্ষা পায়নী । এব্যপারে সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে ।  ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন করে । 


Post a Comment

Disqus