বার্তা প্রতিনিধি / ২৮ সেপ্টেম্বও ২০১৬ / বন্দর থানা পুলিশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে মহিলাসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাদের বন্দরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের সালেহ নগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে কামাল (৩৫), ধামগড় সেনের বাড়ি এলাকার হেলাল উদ্দিনের ছেলে আঃ কাদির জুম্মান (৩৫) কে মাদক মামলায়, মদনগঞ্জ আন্দিরপাড় এলাকার আমির হোসেনের স্ত্রী আসমা বেগম (৩২) কে চেক জালিয়াতির মামলার সাঁজায়, দেওয়ানবাগ এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে ফারুক (৩৫), ইকবাল (২৮) তেক মারামারি মামলায়, ধামগড় এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সোহেল (৩০) ও কুড়িপাড়া এলাকার মৃত আঃ সাত্তার মিয়ার ছেলে বিল্লাল (৩০) কে চুরি মামলায় গ্রেফতার করে। গতকাল বুধবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus