বার্তা নিউজ / ১৮ অক্টোবর ২০১৬ /  নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন,  আগামী র্মাচ মাসে বন্দরের অনেক স্থানে পাকা রাস্তা র্নিমান করা হবে। ইতিমধ্যে এ সব কাজের টেন্ডার সম্পর্ন করা হয়েছে। আমরা চাই শীতলক্ষা নদীতে ব্রীজ বাস্তবায়ন হোক, নবীগঞ্জে ব্রীজ হোক ও শান্তিনগর এলাকায় শিল্প অঞ্চল হোক। মাদক ব্যবসায়ীদের প্রতিহত করা সামাজিক দায়িত্ব। আপনারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা  গ্রহন করলে বন্দরে মাদক ব্যবসা থাকবে না। তিনি রাজনিতি নেতাদের উদ্দেশ্যে করে আর বলেন, থানায় যদি কোন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের পক্ষে সুপারিশ করে। আপনারা নেতা পরিচয় দিয়ে কোন সুপারিশ করবেন না। রাজনিতি হতে পারে উন্নয়নের জন্য ক্ষমতা গ্রহনের জন্য না। এসব থেকে রেহাই পেতে হলে আমাদের যুব সমাজকে বেশী করে উৎসাহিত করতে হবে। বেশী করে ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। রাস্তা ঘাটের উন্নয়ন করতে হবে। বন্দরের মানুষ এক সময়ে পাটের কাজ করত। এখন বন্দরের সকল মিল কারখানা একে একে বন্ধ হয়ে গেছে। আমাকে মাঠে নামাবেন না। আমি একজন মুক্তিযোদ্ধা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের চত্বরে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বন্দর উপজেলায় আগমন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। 
বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী র্কমর্কতা মৌসুমী হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া, নবাগত জেলা পুলিশ সুপার মঈনুল হক, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নাহিদ সুলতানা, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের প্রমুখ। বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম নূরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় মঞ্চে আর উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ, ধামগড় ইউপি চেয়ারম্যান মোঃ মাছুম ও মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, নাসিক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, নাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর, নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন জাপা সভাপতি মোঃ বাচ্চু মিয়া, বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী, জাতীয়পার্টি নেতা হযরত আলী, হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগ। আলোচনা সভা শেষে অতিথিরা মঞ্চ থেকে উঠে গেলে খাবার বিতরণ নিয়ে চরম হট্রগোলের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  আলোচনা শেষে এমপি, ডিসি ও এসপি বন্দর থানা পরিদর্শন করেন।


Post a Comment

Disqus