বার্তা নিউজ / ১৮ অক্টোবর ২০১৬ / বন্দরের কলাগাছিয়া নৌ-পুলিশ শীতলক্ষ্যার মোহনা থেকে জাটকা ধরার অপরাধে ৩ জেলেকে আটক, ৪০ কেজি জাটকা উদ্ধার ও ২শ’ মিটার জাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের পুলিশ বন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মৌসুমী হাবীবের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। আটক জেলেরা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়। ব্রাম্যমান আদালত উদ্ধারকৃত জাটকা বন্দরের বিভিন্ন মাদ্রসায় দান করেন এবং জব্দকৃত জালটি পুড়িয়ে ধ্বংস করে দেন। আটক জেলেরা হলো মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বলাখি চরের মৃত মাহবুব মিয়ার ছেলে আঃ রহমান (২৮), মুছা মিয়ার ছেলে ইলিয়াস আলী (২৬) ও মৃত ইসলাম মিয়ার ছেলে আয়নাল হক (৪০)।
Post a Comment
Facebook Disqus