বার্তা নিউজ / ১০ অক্টোবর ২০১৬ / আগামী ১২ অক্টোবর - ০২ নভেম্বর/১৬ (২৭ আশি^ন - ১৮ কার্তিক/১৪২৩) পর্যন্ত সারা দেশব্যাপী ২২ (বাইশ) দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি করা নিষিদ্ধ। এই আইন অমান্য কারীকে কমপক্ষে ১ (এক) বৎসর থেকে ২ (দুই) বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড অথবা ৫০০০/- (পাচঁ হাজার) টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। এ অভিযানে মৎস্য অধিদপ্তরের সাথে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কোষ্ট গার্ড, নৌ বাহিনী সহযোগীতা করবে। নারায়ণগঞ্জ জেলা মৎস্য দপ্তর সহ সংশ্লিষ্ঠ ৫ (পাচঁ) টি উপজেলায় এ উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে । যেমন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আড়ৎ/বাজার সমূহে ব্যানার স্থাপন, সচেতনতা সভা করা হয়েছে। নদী ও স্থল পথে মাইকিং করা হয়েছে এবং এ সময়ে মোবাইল কোর্ট / মৎস্য অভিযান অব্যাহত থাকবে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ সকলের সহযোগীতা কামনা করছে।

Post a Comment
Facebook Disqus