মোঃ দ্বীনইসলাম অনিক / ১১ অক্টোবর ২০১৬ / গতকাল সোমবার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউপির বালুয়াকান্দি তাওলাদ শাহ এর নিজ বাড়িতে ছামেদ আলী শাহ এর ৪৭তম ওফাত দিবস উপলক্ষে দুই দিন ব্যাপি ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।উক্ত ওরশ মোবারক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম জামাল সাহেব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ,সার্বিক তত্বাবধানে মোঃ ইউসুফ আলী বাবু।মিলাদ মাহফিল ও দোয়া শেষে উপস্থিত সকল ভক্তদের মাঝে রান্না করা ১৪ ডেক বিরিয়ানি বিতরন করা হয়।ওরশ মাহফিলের প্রধান আকর্ষন পালা গানের আশর মাতিয়ে তোলেন বাংলার সাড়া জাগানো বাউল শিল্পি কাজল দেওয়ান ও ছোট আবুল সরকার।আমন্ত্রিত বাউল শিল্পীরা সাড়া রাত বাউল গানে ভক্তদের মন ভড়িয়ে তোলেন।এ ব্যাপারে আওলাদ শাহ সাংবাদিকদের বলেন"আমার পিতা ছামেদ আলী শাহ এর মৃত্যু দিবস উপলক্ষে ৪৭বছর ধরে সকলের সার্বিক সহযোগীতায় ওরশ মাহফিলটি পালন করে আসছি,সকল ভক্ত বৃন্দের আগমন ঘটলে আমি নিজেকে ধন্য মনে করি"।

Post a Comment
Facebook Disqus