
মোঃ দ্বীন ইসলাম অনিক / ২৩ অক্টোবর ২০১৬ / গতকাল রবিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেগুনা চালকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধের দাবীতে মহাসমাবেশ ও মানববন্ধন করেন লেগুনা চালক ও শ্রমিকমালিকরা।এসময় তারা মোগড়াপাড়া থেকে চিটাগাংরোড রুটে লেগুনা চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখে তাদের দাবী আদায়ের জন্য মানববন্ধন করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেগুনা চালক সাংবাদিকদের বলেন"মোগড়াপাড়া থেকে চিটাগাংরোড পর্যন্ত প্রতিটি লেগুনা থেকে প্রতিদিন ৬০০টাকা চাদা নেয় চাঁদাবাজরা।তাছাড়া প্রতিটি গাড়ীর মান্তি দিতে হয় ২০০০ টাকা এবং লাইনম্যান সহ আনুসঙ্গিক চাদা দিতে হয় আরও ১০০টাকা।এই রুটে লেগুনা চলাচল করে ১৫০/১৮০টির মতো।সেই হিসেবে মাসিক চাদার পরিমান হয় ৩৪৫০০০০ চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।চাঁদাবাজদের চাদা না দিতে চাইলে অনেক সময় অসহায় ড্রাইভার ও হেলপারকে মারদর করে চাঁদাবাজরা।চাঁদাবাজরা ধাম্ভিকতার সাথে জোর দিয়ে বলে এই রাস্তায় চাদা না দিয়ে কেউ লেগুনা চালাতে পারবে না।কারন আমাদের চাদার টাকা এসপি,ডিসি,পুলিশ সবাই ভাগ পায়।সম্প্রতি চাঁদাবাজদের চাদার টাকা পরে দিতে চাওয়ায় মদনপুর ষ্ট্যান্ড এলাকায় এক লেগুনা চালককে মারদর করে মারত্বক ভাবে আহত করে এক লাইনম্যান।এ ঘটনার তীব্র প্রতিবাদ করে সকল লেগুনা চালক ও শ্রমিকরা।লেগুনা চালকরা আরও বলেন,আমরা সাড়াদিন গাড়ি চালিয়ে সন্ধা পর্যন্ত সময় লাগে জমা এবং চাদার টাকা উঠাইতে,সন্ধার পর থেকে রাত ৯টা পর্যন্ত গাড়ি চালানোর পর ড্রাইভার এবং হেল্পারের ২০০কিংবা ৩০০টাকা থাকে।এসময় তারা কান্নাজড়িত কন্ঠে বলেন,স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন হয় এই সকল চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করেন না হয় আমাদের গলাটিপে হত্যা করেন,কারন এই টাকায় আমাদের সন্তানদের নিয়ে দুবেলা ডাল ভাত খাওয়াবো না তাদের লেখাপড়া করাবো?।এমতাবস্থায় সাধারন জনগনের একটাই জিজ্ঞাসা রাস্তার চাঁদাবাজির টাকাকি সত্তিই এসপি,ডিসি,পুলিশ সবাই ভাগ পায়?আর যদি ভাগ না পায় তাহলে পুলিশের চোখের সামনে দিনে দুপুরে কিভাবে চাঁদাবাজরা চাঁদাবাজি করে,পুলিশ সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট এই প্রশ্ন রইল সাধারন জনতার।
Post a Comment
Facebook Disqus