হাছান মাস্টার/ আড়াইহাজার প্রতিনিধি/ ০৩ অক্টোবর ২০১৬ / গতকাল ৩ অক্টোবর সোমবার বিকেল ৩টায় এস.এম মাজহারুল হক অডিটিরিয়ামে বাংলাদেশ স্কাউট আড়াইহাজার উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল সভা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান বেগম জোসনা খাতুন, রফিকুল ইসলাম, সম্পাদক বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ জেলা স্কাউটার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রাথামিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এম.এ কাদীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রহিস উদ্দিন মুুকুল। দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপণ, আড়াইহাজার মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম, প্রধান শিক্ষক মুকুন্দী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ লোকমান হোসেন, স্কাউটের সাবেক সম্পাদক মঞ্জুর হোসেন, প্রধান শিক্ষক মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ শরীফ আলম মিঞা, চেয়ারম্যান- মাহমুদপুর ইউনিয়ন আমানউল্লাহ আমান, ফতেপুর ইউনিয়ন আবু তালেব মোল্লা, হাইজাদী ইউনিয়ন মোঃ আলী হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সাবেক ভিপি নাঈম আহম্মেদ, আমীর হোসেন, সাবেক জি.এস সাইফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ স্কাউট আড়াইহাজার উপজেলা ত্রি-বার্ষিক স্কাউট ২০১৬ এর নতুন কমিটি ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, সম্পাদক পাঁচগাও বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, কমিশনার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভল চন্দ্র ঘোষ সহ উক্ত কমিটি ঘোষনা করেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে সকলে সাদরে গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Post a Comment
Facebook Disqus