বার্তা নিউজ/ ০৪ অক্টোবর ২০১৬ / বন্দর থানা পুলিশ পৃথক মামলায় সাঁজাপ্রাপ্ত ২জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে পুলিশ তাদের বন্দরের চর ইসলামপুর ও ধামগড় এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকরা হলো বন্দর চর ইসলামপুর এলাকার মৃত আহসান উল্লাহ মিয়ার ছেলে আনিস (৫২)। মাদক মামলায় আদালত থেকে তাকে যাবজ্জীবন সাজাঁ ও ১ লাখ টাকা জরিমানার ওয়ারেন্ট রয়েছে। ধামগড় এলাকার মৃত আপেল আলীর ছেলে হারুন অর রশিদ বিবামন বন্দর থানার ৫১(৮)০৬ নং মামলায় আদালত থেকে ১ বছরের সাজাঁ রয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে।

Post a Comment
Facebook Disqus