বার্তা নিউজ / ১০ অক্টোবর ২০১৬ /
বন্দর থানা পুলিশ গত রোববার রাতে ফেরী করে ইয়াবা বিক্রির সময় হারুনুর রশিদ খাঁ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তার দেহ তল্লাশী করে ২শ’ ৪ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ব্যপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বন্দরের নরপদী এলাকার মৃত মনির হোসেন খাঁর ছেলে।
বন্দর থানার দারোগা সোহরাওয়ার্দ্দী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হারুনুর রশিদ বন্দরের মাদবপাশা টমটম ব্রিজের বসে ফেরী করে মাদক বিক্রির সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। 


Post a Comment

Disqus