বার্তা নিউজ / ১০ অক্টোবর ২০১৬ / বন্দরে স্বামীর সাথে অভিমান করে লিপি আক্তার (১৮) নামে এক নব গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার রাতে বন্দরের মিনারবাড়ি আঃ রহমান মিয়ার ভাড়া বাড়িতে সে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 
নিহতের স্বামী আলী হোসেন জানান, সে অটো চালক, কাপড় ধোয়া নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় গত রোববার সন্ধ্যায়। সে স্ত্রীকে বকাবাকি করে অটো চালাতে চলে যান। অটো চালিয়ে রাত ১ টায় গিয়ে দেখে ঘরের দরজা লাগানো অনেক ডাকাডাকির পর জানালা দিয়ে দেখে তার স্ত্রী ঝুলে আছে। পরে ভাড়া বাড়ির অন্যাণ্য লোকজনের সহায়তায় লাশ নামিয়ে পুলিশে সংবাদ দেয়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যপারে তদন্তকারী দারোগা এমদাদ হোসেন জানান, নিহত লিপির আক্তারের প্রেমের সম্পর্কে ৫ মাস পূর্বে বিয়ে হয়। নিহত গৃহবধূর বাড়ি বরগুনা জেলায় আর নিহতের স্বামী ঢাকা ফকিরাপুল এলাকার বাসিন্দা। তারা বিয়ের পর বন্দরের মিনারবাড়িতে আঃ রহমান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরত হালে আত্মহত্যার আলামত রয়েছে। 


Post a Comment

Disqus