কাজী রোমান / ৯ অক্টোবর / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবছর ২৯ টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হচ্ছে। ২৯ টি পূজামন্ডপে মধ্যে পঞ্চমিঘাট পোদ্দারবাড়ির পূজামন্ডপ জাকজমকভাবে আলোক সজ্জায় সাজানো হয়েছে। পঞ্চমিঘাট পোদ্দারবাড়ির পূজামন্ডপ পরিদর্শন করতে আসছে সোনারগাঁ উপজেলার প্রতিটি এলাকা থেকে। নিরাপত্তার ব্যবস্থাও প্রযাপ্ত। পূজামন্ডপের চার দিকে ২১ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব মিলে সোনারগাঁয়ের ২৯ টি পূজামন্ডপের চেয়ে ব্যয়বহুল আলোক সজ্জায় সাজানো হয়েছে পঞ্চমিঘাট পোদ্দারবাড়ির পূজামন্ডপটি। পূজামন্ডপটি যিনি পরিচালনা করছেন তিনি হলেন বাবু অমল পোদ্দার।

Post a Comment
Facebook Disqus