বার্তা নিউজ / ০৮ অক্টোবর ২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পুজা ম-পসহ ২৯টি ম-পে গতকাল শনিবার থেকে মহাসপ্তমীতে দেবীর নবপত্রিকা প্রবেশে মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎস শুরু হয়েছে। এবার সোনারগাঁওয়ের পুজা ম-ব গুলোতে যাহাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে লক্ষ্যে সোনারগাঁও উপজেলা প্রশাসন ব্যাপক ভাবে নজরদারি করছে। পুজা ম-প গুলোতে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, আনসার ও টহলে থাকবে র্যাব এবং গোয়েন্দা পুলিশ। এদিকে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পুজা ম-পে আয়োজকরা ব্যাপক ভাবে পুজা উৎযাপন করতে প্রস্তুতি নিয়েছেন। পুজা ম-বে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাহারা তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। পাশাপাশি পোদ্দারবাড়ি পুজা ম-পের আশপাশের ৫০০ মিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরাও বসিয়েছে। এদিকে পূজাম-প গুলোতে ভক্তদের উপচে পরা ভীড়ে মূখরিত হয়েছে পুরো পরিবেশ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সোনারগাঁওয়ের আকাশে-বাতাসে এখন শারদ উৎসবের শিহরণ জেগে ওঠেছে। গতকাল শনিবার মহাসপ্তমীতে দেবীর নবপত্রিকা প্রবেশে মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎস শুরু হয়। ১০ অক্টোবর মহানবমী এবং ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের বলেন, সোনারগাঁওয়ের ২৯টি পুজা ম-পেই প্রশাসন নিরাপত্তা দেয়ার জন্য ব্যাপক ভাবে প্রস্তুতি নিয়েছেন।

Post a Comment
Facebook Disqus