বার্তা নিউজ / ০৭ অক্টোবর ২০১৬ / বন্দরে এক নারী সংক্রান্ত ঘটনার জের ধরে রানা, রনি ও সাদ্দাম নামের ৩জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নজরুল(৩৮) সাইদুল(২৮) ও আবু সালেহ(২২) নামের ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মালিবাগ চান্দ্রের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,উপজেলা মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের জায়েদ আলীর ছেলে সাদ্দাম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাশ্ব মালিবাগ ক্যাসল ফুডস রেস্টুরেন্টের সামনে এক মেয়ের সঙ্গে কথা বলছিল। এসময় স্থানীয় সন্ত্রাসী কাইল্লা মনির ও তার দলবল নিয়ে সাদ্দামকে আটক করে উৎকোচ দাবি করে। পরে সাদ্দাম তার মামাতো ভাই মৃত নবীর হোসেনের ছেলে রানা ও রনিকে খবর দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হলে কাইল্লা মনিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনির ও তার সহযোগী নজরুল, সাইদুল, আবু সালেহসহ ৭-৮জন মিলে রানা, রনি ও সাদ্দামকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তা ফেলে দেয়। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় পথচারিরা উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে চান্দ্রের বাড়ি গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম, সাইদুল ও আবু সালেহকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আহত সাদ্দামের মা সুরবানু বেগম বাদি হয়ে সন্ত্রাসী কাইল্লা মনিরকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নারী সংক্রান্ত ঘটনার জের ধরে ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পরই ৩ জনকে গ্রেপ্তার করে গতকাল আদালতে প্রেরন করা হয়েছে।

Post a Comment
Facebook Disqus