বার্তা নিউজ / ০৭ অক্টোবর ২০১৬ / নবীগঞ্জ কদম রসুল শিশুবাগ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
স্কুলের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহার উদ্দিন (টুক্কু) র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, লায়ন প্রকৌশলী এম এ ওহাব। স্কুলের অধ্যক্ষ হোসনে আরা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, জগরুল ইসলাম, আঃ মতিন মাস্টার, হাবীব করিম ফয়সাল, মেহমান হাজী রফিকুল ইসলাম, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ৭০ জন ক্রীড়া প্রতিযোড়িতায় বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিজ হাতে পুরস্কার ও সন্মাননা ক্রেস্ট তুলে দেন। 


Post a Comment

Disqus