বার্তা নিউজ / ০৭ অক্টোবর ২০১৬ / বন্দর থানা পুলিশ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভ’ক্ত ৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের বন্দরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরে লাঙ্গলবন্দ চিড়াইপাড়া এলাকার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে মাদক মামলায় ওয়ারেন্টভ’ক্ত আসামী ফজলুল হক, নবীগঞ্জ বাস স্ট্যন্ড এলাকা থেকে শহরের নিতাইগঞ্জ এলাকার মৃত আঃ রশিদ ভ’ইয়ার ছেলে সিআর মামলায় ওয়ারেন্টভ’ক্ত আসামী আঃ কাদির বুলবুল, কেওঢালা এলাকার মৃত হযরত আলীর ছেলে মাদক মামলার আসামী আলমগীর, নবীগঞ্জ দাইবাড়ি এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলায় ওয়ারেন্টভ’ক্ত আসামী গিয়াস উদ্দিন গেসু ও সালেহ নগর মালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলীর ছেলে জিআর মামলায় ওয়ারেন্টভ’ক্ত আসামী সাগর। গতকাল শুক্রবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। 


Post a Comment

Disqus