বারতা নিউজ / ৩০ অক্টোবর ২০১৬ / নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালামের ছেলে নাসিক ২৩ নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব আবুল কাওসার আশার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কদম রসুল খাদেমপাড়া পঞ্চায়েত কমিটি আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খাদেম তমিজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। খাদেম পাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম রসুল রনীর পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন প্রার্থী আবুল কাওসার আশা, পঞ্চায়েতের সভাপতি নজরুল ইসলাম, সদস্য ঝন্টু মিয়া, দুদু মিয়া, হাসান মিয়া, মোকিম উদ্দিন ডিপটি, দিপক, বাচ্চু, বাদল, মোকশেদ, আলীমুল্লাহ, বাদশা, সাজেদ ভ’ইয়া, কামাল ফকির, টেংকু মিয়া, আজিজুর রহমান পিন্টু, খোকন মিয়া, বাবু প্রমুখ। সকলে আলহাজ্ব আবুল কাওসার আশাকে সমর্থ দেন নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য।

Post a Comment
Facebook Disqus