বার্তা নিউজ / ০৪ নভেম্বর
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২ পলাতক আসামেিক গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার মালামত এলাকার মৃত তারা মিয়া সাউদের ছেলে সিআর মামলার পলাতক আসামী তাজুল ইসলাম সাউদ (২৮) ও একই থানার বন্দর রাজবাড়ী এলাকার মৃত জলিল ভূঁইয়ার ছেলে অপর একটি মামলার পলাতক আসামী টিপু (২৬)। ধৃত ২  পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্টে গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


Post a Comment

Disqus