মদনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসায়  জনপ্রিয় নাম ডাঃ মোঃ ইছহাকের জমজম হোমিও হল।
>
> মোঃ দ্বীনইসলাম অনিকঃ- বন্দর উপজেলার মদনপুরে একতা সুপার মার্কেটে অবস্থিত জমজম হোমিও হল একটি বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ ইছহাক একজন শু শিক্ষিত,সম্মানী, সৎ ধার্মিক,অতিথি পরায়ন,সর্বদা হাস্বজ্জল ও পরোপকারী একজন মানুষ হিসেবে সর্বত্র পরিচিত। তিনি একজন হোমিওপ্যাথির সর্বোচ্চ ডিগ্রিধারী চিকিৎসক। তিনি ২০০৮ সালে ডিএইচএমএস পাশ করেন যার  রেজিঃনং ২১৩০৫(বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঢাকা)।পরবর্তীতে ২০১২ সালে উক্ত কলেজ থেকে পোষ্ট ডিপ্লোমা ট্রেনিং PDT(HOM)কোর্স সম্পন্ন করেন।এরপর ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিক চিকিৎসায় সর্বোচ্চ ডিগ্রী ব্যাচেলর হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (BHMS) ডিগ্রী অর্জন করেন যার রেজিস্ট্রেশন নং- (H1312)।ডাঃ মোঃ ইছহাক ২৭-০৬-২০১১ইং তারিখ থেকে অদ্যবদি জমজম হোমিও হলে সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।তিনি স্বল্প খরচে অনেক সময় বিনা পয়সায় গরীব দূঃখি মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে সকলের কাছে পরপোকারী একজন ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন।তিনি ২০১০সাল থেকে আজ অবদি নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে একজন গেষ্ট টিচার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল হিসেবে আছেন ডাঃ সুলতান উদ্দিন আহম্মদ।বর্তমানে ডাঃ মোঃ ইছহাকের জনপ্রিয়তায় ঈর্সান্বিত হয়ে কিছু অসাধু ব্যাক্তি ও একটি কূচক্রি মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে ও তার স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ধূলীস্যাত করার জন্য কিছু স্থানীয় পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে।এই মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্পর্কে ডাঃ মোঃ ইছহাক সাংবাদিকদের বলেন"আমি হোমিওপ্যাথিক চিকিৎসায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছি,আমার সম্পর্কে এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করছি, সেই সাথে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসায় যারা ডিগ্রী প্রদান করেন সেই সকল উচ্চ পদস্ত কর্তৃপক্ষের নিকট আমার জিঙ্গাসা,আমরা যারা বছরের পর বছর দিন রাত পরিশ্রম করে হোমিওপ্যাথিক বিদ্যায় লেখা পড়া করে নিজেকে মানব সেবায় নিয়োজিত করার পর কতিপয় নামধারি হলুদ সাংবাদিক ও কূচক্রি মহল দ্বারা আমরা আর কতো দিন অপদস্ত হবো? তিনি আরও বলেন এই মিথ্যা সংবাদের কোন ভিত্তি নেই,আমি আমার চিকিৎসা সেবা সঠিক ও স্বাধিন ভাবে পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Post a Comment

Disqus