বার্তা নিউজ / ২৪ নভেম্বর ২০১৬ / জোর পূর্বক সম্পত্তি দখলের মামলায় ৮ বছরের সাঁজাপ্রাপ্ত ২ ভাইকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত বুধবার রাতে বন্দর থানার কামতালস্থ মালিভিটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলা নং- ১৯(৯)১০।
জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই আবুল কালামসহ তার সঙ্গীয় ফোর্স গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মালিভিটা এলাকায় অভিযান চারিয়ে একই এলাকার আব্দুল রব মিয়ার ২ ছেলে ৮ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী দ্বীন ইসলাম (৪২) ও তার ছোট ভাই জাহাঙ্গীর (৩৫)কে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত ২ ভাইকে জেল হাজতে প্রেরণের র্নিদ্দেশ দেন।

Post a Comment
Facebook Disqus