বার্তা নিউজ  / ২৪ নভেম্বর ২০১৬ /  বন্দরের কামতাল তদন্তকেন্দ্র পুলিশ গত বুধবার রাতে লাঙ্গলবন্দ বাজার থেকে শাহাদত হোসেন (২৪) ও গতকাল বৃহস্পতিকার সকালে বন্দর কবরস্থান রোড এলাকা থেকে শুভ (২৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ শাহাদতের কাছ থেকে ২০ পিছ ও শুভর কাছ থেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ব্যপারে বন্দর থানায় ২টি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন লাঙ্গলবন্দ এলাকার আঃ রব মিয়ার ছেলে ও শুভ আমির হোসেন মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। 


Post a Comment

Disqus