বার্তা নিউজ / ২৪ নভেম্বর ২০১৬ /  বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও জামায়াত নেতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার জুলহাস মিয়ার ছেলে শ্যামল (২৫), মীরকুন্ডি এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (৩০) তাজপুর এলাকার মৃত দিনেশ মিয়ার ছেলে নারী নির্যাতন মামলার পলাতক আসামী সালাউদ্দিন (৩৮) লাঙ্গলবন্ধ এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে শাহাদাৎ (৩৬) চিড়াইপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে কাজল (২৭) বন্দর তিনগাও এলাকার কালু মুন্সির ছেলে জামায়াত নেতা রেজাউল করিম রাজা মুন্সি (৫০) ও রিক্সা চুরি মামলায় একরামপুর ইস্পাহানী এলাকার আজাদ মোল্লা ছেলে মোস্তফা (২০)কে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus