হাজী সফিকুল ইসলাম / ১৮ নভেম্বর ২০১৬  /  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দড়িকান্দি গ্রামের মৃত খন্দকার সুলতানের ছেলে খন্দকার মনিরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসির বাড়িতে দিন-দুপুরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রথম প্রবাসির খালি বাড়ির ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। পরে আলমারির তালা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি জাপানী ডিএসএলআর ক্যামেরাসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী আল আমিন (২৩), নামে এক চোরকে ডিএসএলআর ক্যামেরাসহ আটক করে সোনারগাঁও থানা পুলিশের এসআই আব্দুল হকের কাছে সোপর্দ করে। শুক্রবার বেলা ৪ টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত চোর আল আমিন শরিয়তপুর জেলার সদর থানার ধুবলাকান্দা গ্রামের শাহজাহানের ছেলে। বর্তমানে সে জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। এ ব্যাপারে প্রবাসি খন্দকার মনিরুল ইসলামের ছেলে সজীব থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
সৌদি আরব প্রবাসি খন্দকার মনিরুল ইসলামের স্ত্রী মোসা. শিল্পী আক্তার জানান, গতকাল দুপুরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। এদিকে বাড়িতে চুরি ঘটনা ঘটেছে ও এলাকাসী এক চোরকে আটক করেছে বলে মোবাইলের মাধ্যমে খবর পেয়ে তারা বাড়িতে যান।


Post a Comment

Disqus