মোঃ দ্বীন ইসলাম অনিক / ০৭ নভেম্বর ২০১৬ / নাঃগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সকল মিটার রিডার-ম্যাসেন্জার কর্মচারীরা গতকাল সোমবার ৭দফা দাবী আদায়ে সাড়া দেশের ন্যায় এক যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে।এসময় তারা মদনপুর -জয়দেবপুর মহাসড়কের সোনারগাঁ লালাটি এলাকায় সকাল ১০টায় অনিয়ম তান্ত্রিকভাবে কর্মচারী ছাটাইয়ের বিরোদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করে।প্রায় ঘন্টা ব্যাপি মিছিল চলার কারনে মদনপুর -জয়দেবপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রতিবাদ মিছিল শেষে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১এর প্রধান কার্যালয়ের সামনে সকল মিটার রিডার-ম্যাসেন্জার ৭দফা দাবী আদায়ের জন্য অবস্থান ধর্মঘট পালন করে।অবস্থান ধর্মঘট পালনরত মিটার রিডার-ম্যাসেন্জার সাংবাদিকদের বলেন আমাদের ৭দফা দাবী গুলো হলো ★অনিয়মতান্ত্রিক কর্মচারী ছাটাই বন্ধ করতে হবে।
> ★২০০০ মিটার রিডিং ২০০০ মিটারের বিদ্যুৎ বিল বহাল রাখতে হবে।
> ★৪০০০মিটারের রিডিং গ্রহন ও ৫০০০মিটারের বিদ্যুৎ বিল বিতরন বাতিল করতে হবে।
> ★প্রতিবছর নিয়োগের জন্য সার্কুলার চলমান রাখতে হবে।
> ★৯বছর পূর্ণ হওয়ার ৬মাস পূর্বেই প্রত্যয়ন পত্র দিতে হবে।
> ★৫৫বছর শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ বহাল রাখতে হবে।
> ★অফিসে কর্মরত থাকা কালীন কোন দূর্ঘটনায় কবলিত হলে দায়ভার কর্তৃপক্ষের নিতে হবে।এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১এর কর্তৃপক্ষ সাংবাদিকদের বলেন"সকল মিটার রিডার-ম্যাসেন্জারদের দাবীর বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে আশা করি অচিরেই একটি সুষ্ঠু সমাধান হবে।

Post a Comment
Facebook Disqus