
কাজী রোমান / ০৭ নভেম্বর ২০১৬ / বাংলাদেশ দাবা ফেডারেশন ঢাকায় অনুষ্ঠিত ওয়াল্টন দ্বিতীয় বিভাগ দাবালীগ টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে জয়ী হয়ে দশ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করেছে সোনারগাঁ চেসক্লাব। সোমবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডে প্রতিপক্ষ ছিল ইফছট এরিনা। এবার টুর্নামেন্টে সর্বাধিক ২৯টি দল অংশ গ্রহন করেন। সোনারগাঁ চেসক্লাবের ক্যাপ্টেন শাহ-আলম রূপন নারায়ণগঞ্জবাসীর দোয়া চেয়ে বলেন, আশা করি জয়ের শিরূপা নারায়ণগঞ্জ তথা সোনারগাঁবাসীদের উপহার দিতে পারব।
Post a Comment
Facebook Disqus