মোঃ দ্বীনইসলাম অনিক / ০৯ নভেম্বর ২০১৬ /  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাফুর্দী এলাকায় ছোট ভাই আব্বাস মিয়ার হাতে আঘাত পেয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বড় ভাই মোঃ জামাল।ঘটনার বিবরণে জানা যায়,কাফু্র্দী এলাকার মৃত আ:মান্নানের বড় ছেলে মোঃ জামাল ও মোঃ আব্বাস মিয়া জমি সংক্রান্ত ভাগবাটোয়ারা নিয়ে প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়।এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ছোট ভাই মোঃ আব্বাস মিয়া ও তার দুই ছেলে সোহেল ও জুয়েল মিলে পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি সোটা লোহার রড ইত্যাদি দেশীয় অশ্রে সজ্জিত হয়ে বড় ভাই মোঃ জামাল মিয়া ও তার স্ত্রী নাজমা,ছেলে এবং মেয়ের উপর উপর্যপরি হামলা চালায়।এসময়  মোঃ আব্বাস মিয়া ও তার ছেলেরা মিলে মোঃ জামাল মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যদের লাঠি এবং লোহার রড দিয়ে পিটিয়ে মারত্বক ভাবে আহত করে।আব্বাস মিয়ার হাতে থাকা লোহার রড দিয়ে জামাল মিয়ার মাথায় আঘাত  করলে জামাল মিয়া মারত্বক ভাবে আহত হয়।এরপর তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে তাদেরকে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে জামাল মিয়ার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।আহত জামাল মিয়ার স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের বলেন"জমির ভাগবাটোয়ারা নিয়ে প্রায় সময় আব্বাস মিয়া আমার স্বামী ও আমার পরিবারের লোকদের মারদর করে,এমনকি আমার স্বামীকে সহ আমাদেরকে প্রাণনাসের হুমকি দেয়,এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সবাই মিলে ইতিপূর্বে মিমাংশা করার পরেও আব্বাস মিয়া সবার কথা অম্মান্য করে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার জন্য হামলা চালায়।থানায় অভিযোগের পরেও আতঙ্কে দিন কাটাচ্ছে জামাল মিয়ার পরিবার।

Post a Comment

Disqus