বার্তা নিউজ / ১৫ নভেম্বর ২০১৬ /  বন্দরে জমানো গ্যাস বিস্ফোরনে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৩ জন জ্বলে গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে স্বল্পেরচক এলাকায় বিল্লাল হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ণ ইউনিটের ১০৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলো রায়হান (৩৫), স্ত্রী মায়া (৩০) ও কন্যা মরিয়ম (১৪)। পুলিশ ও বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ পাশের বাড়ির ২ জনকে আটক করে। আটককৃতরা হলো সাইফুল ও সাখান।
প্রত্যাক্ষদর্শী পাশের রুমের ভাড়াটিয়া সেলিম জানান, ভোরে বিকট শব্দ শুনে তাদের ঘুম ভাঙ্গে। তখন তিনি আগুন আগুন চিৎকার শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে দেখে তার পাশের ভাড়াটিয়া দিন মজুর রায়হান ও তার স্ত্রী মায়া উলঙ্গ অবস্থায় দগ্ধ হয়ে রুমের ব্ইারে আসে। থকন তিনি তার ঘর থেকে কাঁথা এনে তাদের জড়িয়ে রাস্তায় বের করে। এবং দগ্ধ অবস্থায় তার কন্যাকে উদ্ধান করেন। সংবাদ পেয়ে দ্রত বাড়িওয়ালা বিল্লাল এসে তাদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরনে ২টি রুমের চালা উড়ে যায়। তিনি আরও জানান, পাশের সাখান মিয়ার বাড়ির গ্যাস লাইজারটি লিকেজ হয়ে আছে দীর্ঘ দিন যাবত। লিকেজ গ্যাসের গন্ধে আহত রায়হান ঘরে থাকতে পারেনা বলেন গত সোমবারও ঝগড়া হয়। 
বিস্ফোরনে ৩ জন আহতের সংবাদ পেয়ে সকালে এলাকার হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভীড় জমায়।
বন্দর ফায়ার সার্ভিসের লিডার নাসির জানান, বন্ধ রুমে গ্যাস জমে বিস্ফোরন ঘটতে পারে। বিস্ফোরনের অন্য কারণ বা আলামত তারা খুঁজে পাননি। দগ্ধ রুমে আসবাবপত্র পুড়ে গেছে এবং দেয়ালে প্লাস্টিক পোড়া ছিটকে গিয়ে লেগে আছে। 
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, রাত ভর ফ্যান চলার কারণে গ্যাস লাইজারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে পাশের রুমে গিয়ে জমাট হয়। ভোরে সিগারেট জ্বালাতে দিয়াশলাই জ্ভালাতেই আগুন লেগে গিয়ে বিস্ফোরন হয় ও একই পরিবারে ৩ জন দগ্ধ হন। তিনি আরও জানান, আহত রায়হানের সাথে তিনি কথা বলেছেন, রায়হান তাকে জানান, ভোরে রায়হান মশার কয়েল জ্বালাতে দিয়াশলাই জ্বালাতেই আকম্মিক ভাবে বিস্ফোরন হয় এবং তারা দগ্ধ হয়। তাদের অবস্থা আশংকা জনক। আহত রায়হান চাঁদপুর জেলার মতলব থানার বেগম পুর গ্রামের মৃত সিরাজ মিজির ছেলে। তারা দীর্ঘ ১০ বছর যাবত বন্দরে বসবাস করেন। তিনি পেশায় একজন দিনমজুর। মাটির কাজ করে থাকেন।


Post a Comment

Disqus