বার্তা নিউজ / ১৫ নভেম্বর ২০১৬ / বন্দরের হরীপুরে এলাকায় চান মিয়া(৪৫) নামে এক ক্রেন চালককে পায়ূ পথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে বন্দরের হরীপুরে স্টার পার্টিকেল বোর্ড মিলে এ ঘটনা ঘটে। চান মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, চান মিয়া স্টার পার্টিকেল বোর্ড মিলে ক্রেন চালক হিসেবে কাজ করত। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি হাত মুখ পরিস্কারের জন্য পরিচ্ছন্ন কক্ষে যান। এ সময় তার বন্ধু শ্রমিকরা পাইপের সাহায্যে তার পায়ু পথে বায়ু ঢুকিয়ে দেয়। এতে চান মিয়া অসুস্থ হয়ে পড়লে বন্ধু শ্রমিক সকলের অজান্তে পালিয়ে যায়। তার অবস্থা অবনতি দেখে মিলের শ্রমিকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে স্টার পার্টিকেল বোর্ড মিলের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জানান, কাজ শেষে শ্রমিকরা কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস দিয়ে শরীরের ধুলা ময়লা পরিস্কার করে থাকেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে চাঁন মিয়া একাই শরীরের ধুলা ময়লা পরিস্কার করতে কম্প্রেসার রুমে যান। এ সময় নিজেই নিজের পায়ূ পথে পাইপ ঢুকিয়ে বাতাস ঢুকিয়ে দেন। এতে তার পেট ফুলে উঠে। অবস্থার অবনতি হলে মিলের গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

Post a Comment
Facebook Disqus