বার্তা নিউজ / ১৫ নভেম্বর ২০১৬ / কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাব দেখিয়ে বন্দরের ২০ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ দখলে মরিয়া হয়ে উঠেছে আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ মৃধা। এ নিয়ে অভিভাবক, শিক্ষকসহ এলাকায় চাপা ক্ষোপ বিরাজ করছে। বিদ্যালয়ের সার্থে এলাকাবাসী সাংসদ সেলিম ওসমান, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রাথমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, কোন নির্বাচন ছাড়াই ক্ষমতার দাপটে সোনাকান্দা এলাকার শহিদুল মৃধা পর পর ২ রার সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ দখল করে রাখে। এবারও বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কমিটির সভাপতি পদ ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু শিক্ষা মন্ত্রনালয়ের নীতিমালায় উল্লেখ্য রয়েছে, একই ব্যাক্তি দুইবারের অধিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন করতে পারবে না। কোন নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে আবারও সভাপতির পদ পেতে মরিয় হয়ে উঠেছে শহিদ মৃধা।
Post a Comment
Facebook Disqus