বার্তা নিউজ / ১০ নভেম্বর ২০১৬ / বিশ্বজুরে মানুষ এখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অবিশ্বাস্য ফলাফল নিয়ে ঘোরের মধ্যে আছে। সব জনমত জরিফ মিথ্যা প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। তবে অনেক আমেরিকান মানতে পারছে না ট্রাম্পকে।
তাই তাদের কেউ কেউ এখনই পরবর্তী নির্বাচনের কথা ভাবতে শুরু করেছে। তারা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েও যেন শেষ হয়নি। পরবর্তী নির্বাচন নিয়ে লোকজনের মধ্যে এখনই কথাবার্তা শুরু হয়ে গেছে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মাথায় অনলাইনে তৎপর হয়ে ওঠে বিপুলসংখ্যক মার্কিন। যোগাযোগের সামাজিক মাধ্যমে তারা বর্তমান ফার্স্ট লেডি মিশেলকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানায়। এ নিয়ে অনলাইনে প্রচারও শুরু হয়।
একজন লিখেছেন, ‘২০২০ সালের নির্বাচনে মিশেল ওবামার জয়ের জন্য জুতসই পরিবেশ রয়েছে।’ আরেকজন বারবার অনুনয় করে লিখেছেন, ‘মিশেল ওবামা, অনুগ্রহ করে ২০২০ সালের নির্বাচন করুন।’
এছাড়া এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশেল ওবামা। প্রচার এখনই শুরু।’
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে মিশেল অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। গ্যালাপের জরিপে তার গ্রহণযোগ্যতা ৬৪ শতাংশ। জনপ্রিয়তার এই হার ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিনটন ও তার স্বামী বারাক ওবামার চেয়ে অনেক বেশি।
তবে গত মার্চ মাসে মিশেল বলেছেন, হোয়াইট হাউস ছাড়ার পর ভবিষ্যতে তার প্রেসিডেন্ট নির্বাচন করার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই।

Post a Comment
Facebook Disqus