বার্তা নিউজ / ১০ নভেম্বর ২০১৬ / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে এসে এখন আর কারও অজানা নেই যে, দুনিয়ার সব স্থান থেকে ভোটাধিকার প্রয়োগ করতে সমর্থ হন মার্কিনিরা। তবে এবার দুনিয়ার বাইরে থেকেও ভোট দিলেন একজন। মার্কিন নভোচারী শেন কিমব্রাউ মহাকাশ থেকে তার পছন্দের প্রার্থীকে বাছাই করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে এখবর।

নাসার নভোচারী কিমব্রাউ কক্ষপথে ভাসতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তার ভোট দিয়েছেন। আরও দুই রুশ নভোচারীর সঙ্গে গত মধ্য অক্টোবর থেকে সেখানে অবস্থান করছেন তিনি।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার (নাসা) স্লোগান হচ্ছে- ‘আপনি ভেসে থাকলেও ভোট দিন’। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে কয়েক দিন আগে ভোট দিয়েছেন শেন কিমব্রাউ।

ভোট দেওয়ার পরপর প্রতিক্রিয়ায় কিমব্রাউ জানান, মহাকাশ থেকে ভোট দিতে পারা তার জীবনের একটি বিশেষ মুহূর্ত। 

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হিউস্টন থেকে নাসার মিশন কন্ট্রোল একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠায়। ফিরতি ইমেইলযোগে তার ভোট পাঠিয়ে দিয়েছেন কিমব্রাউ।

চার মাস মহাকাশে অবস্থানের পর আগামী ফেব্রুয়ারিতে কিমব্রাউ যখন পৃথিবীতে ফিরবেন, ততদিনে হোয়াইট হাউজ দখল করবেন নতুন কোনও প্রতিনিধি।


Post a Comment

Disqus