মোঃ দ্বীনইসলাম অনিক / ২৪ নভেম্বর  ২০১৬ /   বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন ও নারায়ণগঞ্জ সদরের মীনা বাজার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মোঃ কবির আহম্মেদের বিরোদ্ধে কতিপয় কিছু অসাধু ব্যাক্তি স্থানীয় কিছু পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে।তিনি একজন ইসলামী শিক্ষায় সু শিক্ষিত ও বিশিষ্ট আলেম।তিনি দীর্ঘ প্রায় ১৮ বৎসর যাবৎ নারায়ণগঞ্জ সদর থানার মীনা বাজার শাহী জামে মসজিদে সম্মানের সাথে খতিবের দায়ীত্ব পালন করে আসছেন।পাশাপাশি তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে মাষ্টার ট্রেইনার হিসেবে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনে দায়িত্ব পালন করে আসছেন।একই সাথে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় কিছু স্বার্থান্নেশী মহল তার সফলতায় ঈর্শান্বীত হয়ে গত ২১-১১-২০১৬ তারিখে স্থানীয় কিছু পত্রিকায় তার বিরোদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে।প্রকাশিত সংবাদের বিষয়ে মোঃ কবির আহম্মেদ বলেন"আমার সাফল্যে ঈর্শান্বীত হয়ে কতিপয় শত্রু মহল আমার বিরোদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে,আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।

Post a Comment

Disqus