মোঃ দ্বীনইসলাম অনিক / ২৪ নভেম্বর ২০১৬ / আগামী ২২শে ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৩ নভেম্বর বুধবার নাসিক ২৭নং ওয়ার্ড অন্তর্গত চাপাতলী এলাকায় সফল কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে শত শত মানুষ উপস্থিত হয়ে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।জনাব ইসলাম পলুর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২৭নং ওয়ার্ডের সফল কাউন্সিলর জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউপির সাবেক সফল চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন,ধামগড় ইউপি সদস্য আইয়ুব মেম্বার,ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ,দেলোয়ার ভান্ডারী,নুরুমুন্সি,মুজিবুর রহমান,মোঃহোসেন,হজরত আলী,মোঃকুদ্দূস,শহিদুল,মোস্তফা, শাহিন,নজরুল,আব্দুস সালাম,আশকর আলী,রুবেল,আফিজুদ্দীন,আনেয়ারা বেগম সহ চাপাতলী,লালখারবাগ,হড়িপুর,কুড়িপাড়া,বঙ্গশাষন,মুরাদপুর সহ সকল এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।উঠান বৈঠক শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে সঙ্গে নিয়ে উপস্থিত সবাই একটি বিশাল মিছিল নিয়ে নাসিক ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Post a Comment
Facebook Disqus