বার্তা নিউজ / ১৪ নভেম্বর ২০১৬ /  বন্দরে ঐহিত্যবাহী রাস পূর্নিমা স্লান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৬ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ব্রম্মপুত্র নদে এ স্লান উৎসব অনুষ্ঠিত হয়। স্লান উৎসব পরিচালনা করেন বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী ভোলা নাথ দাস। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া, সমাজ সেবক বসির আহাম্মদ ও আওয়ামীলীগ নেতা আসাদুল্লাহ প্রমুখ। স্লান উৎসবের র্সাবিক সহযোগিতা করেন কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান। এ ব্যাপারে শ্রী ভোলা নাথ দাস সাংবাদিকদের জানায়, কালেরবির্বতে রাস পূর্নিমা ম্লান উৎসবের ঐতিহ্য আজ হারাতে বসেছে।  স্লান উৎসব যাতে না হারায় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। আমারা রাস পূর্নিমা ও স্লান উৎসব রক্ষার্থে স্থানীয় এমপি আলহাজ্ব সেলিম ওসমানের জরুরি হস্তক্ষেপ কামনা করছি ।


Post a Comment

Disqus