
বার্তা নিউজ / ১৪ নভেম্বর ২০১৬ / নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, বন্দরে কখনও সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি। বন্দরের জনগণ শান্তিপ্রিয় ও ভ্রাতৃত্ববোধক। ব্রাম্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে তা ষড়যন্ত্রকারীদের উস্কানিতে ঘটেছে। ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যায়না। ক্ষমতায় আসতে হলে জনগণের সমর্থন লাগবে। সেই নবাবী আমল থেকে মীরজাফরা এ দেশে ষড়যস্ত্র করে আসছে। আর বেশী দিন নয় মীর জাফদের মুখুশ উন্মোচন হচ্ছে। আমাদের দেশের বাঙ্গালীরা ভদ্রলোক। আমরিকায় ভোটদিয়ে আবার তারা রাজপথে বিক্ষোভ করছে তারা আবার কেমন ভদ্রলোক? আমি জানি বন্দরের কোন ছেলে মাদকাশক্ত হবেনা। আমি চাই বন্দরের ছেলেদের আনন্দ দিয়ে মাদক থেকে দুরে রাখা যাবে। তখন প্রতিটি স্কুল শিক্ষার্থীতে ভরে যাবে। মাদক নিয়ন্ত্রণ করতে শাসন নয় আদর দিয়ে তা সম্ভব। তবে কঠোর হস্তে দমন করা হবে মাদক বিক্রেতাদের তাদের ধরে হাতের কজ্বি কেটে দেয়া দরকার। গতকাল সোমবার বিকেল ৪টায় বন্দর থানা চত্বরে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা ও মাদক নির্মূল সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এ কথা বলেছেন। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে ও বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, অতিরুক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিউর রহমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা জাতীয়পার্টির আহবায়ক আবুল জাহের প্রমুখ। মত বিনিময় সভায় মঞ্চে আর উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউপি চেয়ারম্যান মাছুম আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মাকসুদ ও মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম। এ সময় আর উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, সাবেক মহিলা ভাইস চেয়ারয়ান আলেয়া বেগম, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, নাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাজ, ২৬ নং ওয়ার্ড আনোয়ার হোসেন অনু, নাসিক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমী, ইশরাত জাহান খান স্মৃতি, শাহী ইফফাত জাহান মায়া, জাতীয়পার্টি নেত্রী রিনা খান, দেলোয়ার হোসেন মুদিল, বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, হিন্দুনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানহর পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার, বন্দর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ অংশ গ্রহণ করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমাদের মাতৃভ’মি শান্তিতে থাকুক এটা পুলিশের অঙ্গীকার। সাম্প্রদায়ীক ষড়যন্ত্র শুরু হয় ১৯০৫ সাল থেকে। পুলিশ এ ষড়যন্ত্র বার বার প্রতিহত করেছে। এবারের ষড়যন্ত্রও মাথাটাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা। কেউ ধর্ম নিয়ে গুজব ছড়িয়ে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা বরদাত করা হবেনা। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।
Post a Comment
Facebook Disqus