বার্তা নিউজ / ১৪ নভেম্বর ২০১৬  /  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তপছিল ঘোষনার পরই নাসিক ২৭ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান বাবুল মেম্বার আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেছে। গতকাল সন্ধ্যায় ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া বাজার, চাপাতলী, ইটেরপুল এলাকায় গনসংযোগ করেন। তিনি ভোটারদের সাথে করর্মোদন, কোলাকোলি ও সালাম দিয়ে সকলের আস্তা অর্জন করেন। ভোটরা তাকে ভোট দেবেন বলেও আস্থস্ত করেন। এ সময় তার সাথে ছিলেন আঃ মতিন, আমজাদ হোসেন, হাজী আবেদ আলী, আলমগীর ভ’ইয়া, আলতাফ হোসেন, পাপ্পু, কচি, আলী হোসেন, নবী হোসেন, কামাল ও ছবির হোসেন প্রমুখ। 



Post a Comment

Disqus