বর্তমান বার্তা ডট কম / ১২ নভেম্বর ২০১৬ / বন্দরের সোনাকান্দা কড়ইতলা এলাকায় ইট চুরিতে বাধা দেয়ায় সিটি করপোরেশনের নির্মাণ কাজের ৩ শ্রমিককে পিটিয়ে আহত করেছে একই এলাকার বখাটে রাজিব ও তার সহযোগিরা। গতকাল শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় াভিযোগ দায়ের করা হয়েছে। আহত শ্রমিকরা হলো সুমী বেগম (৪০), বাবুল সরদার(৫৫) ও আল আমিন (৩৫)।
জানা গেছে, বন্দরের সোনাকান্দা কড়ইতলা এলাকায় সিটি করপোরেশনের কাজ চলছে। এ নির্মাণ কাজের জন্য রাখা ইট একই এলাকার পারুল মিয়ার ছেলে চিহিৃত চোর ও মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী রাজিব ও মৃত শফি মিয়ার ছেলে ফয়সালসহ ৪/৫ জন চুরি করে নিয়ে যায় নেয়ার সময় শ্রমিকরা বাধা দেয়। এ সময় চোরেরা মহিলাসহ ৩ শ্রমিককে পিটিয়ে আহত করে। এ ঘটনায় নির্মাণ কাজের সাব ঠিকাদার রিপন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
এলাকাবাসী জানান, রাজিব ও ফয়সালসহ তার সহযোগিরা এলাকার চিহৃত চোর ও মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে নৌ-বাহিনী পরিচালিত ডক ইয়াডে মালামাল চুরি ও একাধীক মাদক মামলা রয়েছে।

Post a Comment
Facebook Disqus