বর্তমান বার্তা ডট কম / ১২ নভেম্বর ২০১৬ / বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাসুদ উর রহমান মাসদ আলে কোন দলের এ নিয়ে দেখা এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা কৌতুহল। কারণ তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকারের হাতে ধানের শীষ দিয়ে বিএনপিতে যোগদেন। আবার তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের আহবায়ক এস এম আকরামের হাত ধরে তার নির্বাচন করেন। এবার তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয়পাটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের স্ত্রীর হাত ধরে বর্তমানে তিনি জাতীয়পার্টির নেতা সেজে কাউন্সিলর নির্বাচরে মাঠে নেমেছেন। এ জন্য ভোটাররা দ্বীধাদ্বন্ডে পড়েছেন। এলাকাবাসীর প্রশ্ন আসলে মাসুদ কোনদলের। কারণ সে বিএনপি ক্ষমতায় থাকাকালে মদনগঞ্জে বাওয়া জুট মিল বিক্রিতে নেতৃত্ব দেন। তার বিগত সময়ের বিভিন্ন দলে যোদানের ছবি এলাকার দেয়াল দেয়ালে শোভা পাচ্ছে। এ নিয়ে ভোটারদের মধ্যে নানা কৌতুহল শুরু হয়েছে।
এ ব্যপারে এলাকাবাসী জানান, মাসুদ সুবিধাবাদী দলের লোক। যখন যে দলের প্রভাব থাকে তখন সে সেদলে যোগদিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করে। তাই তাকে অনেকে ডিগবাজি মাসুদ বলে জানে।
এ ব্যপারে মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বাসায় নেই বলে সাব জানিয়ে দেন। তার মোবাইল নাম্বার চাইলেও তার পরিবারের পক্ষ থেকে কেউ দেননি।

Post a Comment
Facebook Disqus