মাজহারুল ইসলাম / ৩০ নভেম্বর ২০১৬ /  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইসলামপুর এলাকার নিরীহ জমির মালিকদের শেষ সম্বল জমি লুটের আশায় ভূমিদস্যুরা সাধারন জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের চালিয়ে সর্বশান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা। এব্যাপারে গত মঙ্গলবার সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় সন্ত্রাসীরা নিরীহ জমির মালিকদের প্রাননাশসহ নানা হুমকী দেয়া শুরু করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের এধরনের হুমকীর কারনে নিরীহ জমির মালিকরা বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন বলে জানা গেছে। এব্যাপারে নিরীহ জমির মালিকরা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর ইসলামপুর  মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নিরীহ লোকদের নিজস্ব চার একর জমিতে বিভিন্ন রকমের চাষাবাদ করে জীবন যাপন করে আসছেন। বর্তমানে তেমনভাবে ফসল না হওয়াতে কয়েকজন ব্যক্তির কাছে জমি ভাড়া দেওয়ার পর তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও চক্রান্তকারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানী করার চেষ্টা চালাচ্ছে। মিথ্যা মামলার হয়রানী ও মিথ্যা প্রচারের প্রতিবাদে নিরীহ জমির মালিকরা গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি। তিনি আরোও বলেন, আমাদের ভোগ দখলকৃত জমিগুলো আমাদের পৈত্রিক সম্পত্তি। এখানে কোন রকমের সরকারী সম্পত্তির নাই। এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।


Post a Comment

Disqus