মোঃ দ্বীনইসলাম অনিক / ২১ ডিসেম্বর ২০১৬ /  স্বাগত হে অতিথি বিকশিত হও আলোতে এই আহ্বানের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে বেসরকারী কিন্ডারগার্টেন এসোসিয়েশন রেনেসাঁ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।গতকাল সকাল ৯:০০ ঘটিকায় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কিন্ডারগার্টেনের ২৫১জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে।শত-শত কমল মতি ছাত্র-ছাত্রীদের উপস্থিতে একটি উৎসব  মোখর পরিবেশে  ২০১৬-সেশনের  পরীক্ষা নিভির পর্যবেক্ষনের মাধ্যমে শুরু হয়।
> এ বছর প্রায় ১৩ টি স্কুলের ছাত্র/ছাত্রীরা বৃত্তিপরীক্ষায় অংশগ্রহন করে। প্রতি বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবছরও রেনেসা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কঠোর নিয়ম নীতি অনুসরণ করে আসছে।কেন্দ্রে পরিক্ষা দিতে আসা ছাত্র,ছাত্রীদের অপেক্ষমান অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ারমত।  এসময় পরিক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন রেনেসাঁ কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের সভাপতি
> জনাব আব্দুল মতিন,সহ সভাপতি আলহাজ্ব এমএ সালাম,অর্থ সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিব,হল সুপার মোঃ আলমগীর হোসেন,সহকারী হল সুপার নাসরিন হাবীব,ফাতেমাতুজ জোহরা,কাজী দিপু,সহকারী কেন্দ্র পরিচালনায় ছিলেন,মাওলানা মোঃ ইলিয়াস,মোঃ নবীর হোসেন,মোঃ দেলোয়ার হোসেন সহ আরোও  বিভিন্ন স্কুলের শিক্ষক ও পরিচালকবৃন্দ।
> সভাপতি জনাব আব্দুল মতিন ভূইয়া সাংবাদিকদের বলেন"২০০৫ সাল থেকে আমরা রেনেসাঁ কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন বেসরকারি  কিন্ডারগার্ডেন স্কুলের বৃত্তির ব্যবস্থা করে থাকি। যদি সরকারিভাবে আমাদের বৃত্তি প্রাপ্ত  ছাত্র/ছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা করতে পারি এবং সরকারীভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি তাহলে রেনেসাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সুনামের সাথে ছাত্র/ছাত্রীদের শিক্ষাদানে আরো উৎসাহিত হবে।

Post a Comment

Disqus