বার্তা নিউজ  / ২১ ডিসেম্বর ২০১৬  / রাত পোহালেই ভোট গ্রহণ। প্রার্থীদের প্রচারনা শেষ হয়েছে। নাসিক নির্বাচনে বন্দর ৯টি ওয়ার্ডে ১৯ থেকে ২৭ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৫ হাজার ২২ জন ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১ প্লাটুন করে পুলিশ, ১৪ জন করে আনসার, প্রতি ২ কেন্দ্রের জন্য ১জন ম্যাজিস্টেডর নেতৃত্বে মোবাইল কোর্ট নিয়োজিত করেছেন। ১৯ থেকে ২৭ পর্যন্ত  মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নৌকার সাথে বিএনপি মনোনিত এড. সাখাওয়াত হোসেন খানের ধানের শীষের প্রতীকের সাথে। কাউন্সিলর পদে জোর প্রতিদন্ডিতা হবে ১৯ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ সেতা ফয়সাল মোঃ সাগরের করাত প্রতীকের সাথে অপর আওয়ামী লীগ নেতা মো” মোখলেসুর রহমান চৌধুরীর লাঠিম প্রতীকের সাথে। ২০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোঃ হোসেনের ঝুড়ি প্রতীকের সাথে বিএনপি নেতা গোলাম নবী মুরাদের লাঠিম প্রতীকের। ২১ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকারের রেডিও প্রতীকের সাথে বিএনপি নেতা নূর মোঃ পনেছের কাটা চামচ প্রতীকের। ২২ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সুলতানের লাঠিম প্রতীকের সাথে জাতীয়পার্টি নেতা শাহআলমের এয়ারকন্ডিশন প্রতীকের। ২৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জাতীয়পার্টি নেতা দুলাল প্রধানের লাঠিম প্রতীকের সাথে ছাত্রদল নেতা আবুল কাউসারের ঝুড়ি প্রতীকের। ২৪ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জাতীয়পার্টি নেতা আফজালের ঘুড়ি প্রতীকের সাথে বিএনপি নেতা শাহনেওয়াজের এয়ারকন্ডিশন প্রতীকের। ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউনিাসলর বিএনপি নেতা এনায়েতের ঠেলাগাড়ির সাথে ইসলামী আন্দোলন নেতা হাজী সাইদুর রহমান লিটনের ব্যাটমিন্টর র‌্যাকেট প্রতীকের। ২৬ নং ওয়ার্ডে শ্রমিকলীগ নেতা মোজাম্মেল হকের ঠেলাগাড়ি প্রতীকের সাথে বিএনপি নেতা সামসু জ্জোহার ঘুড়ি প্রতীকের। ২৭ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ঘুড়ি প্রতীকের সাথে বিএনপি নেতা কামরুজ্জামান বাবুলের ঠেলাগাড়ি প্রতীকের মধ্যে প্রতিদন্ডিতা হচ্ছে বলে স্ব স্ব ওয়ার্ডের ভোটাররা অভিমত ব্যক্ত করেন। প্রর্থীরা মনে করছেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন। সাবেক কাউন্সিলর বর্তমান প্রার্থীরা জানান, বিগত ৫ বছর তারা নিরলস ভাবে যে উন্নয়ন তারা করেছেন ভোটাররা তাদের ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন। তারা নির্বাচতি হলে তাদের বিগত ৫ বছরে কাজের অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আরও উন্নয়ন করতে পারবেন। মহিলা প্রার্থীদের মধ্যে ১৯ থেকে ২১ পর্যন্ত সাবেক কাউন্সিলর রেজওয়ানা হক সুমীর মোবাইল ফোন প্রতীকের সাথে রাবেয়া আমীর পান্নার আনারাস প্রতীর্কে, ২২ থেকে ২৪ পর্যন্ত সাবেক কাউন্সিলর ইশরাত জাহান খান স্মৃতির হেলিকাপ্টার প্রতীকের সাথে শাওন অংকনের বাই প্রতীকের, ২৫ থেকে ২৭ পর্যন্ত সাবেক কাউন্সিলর শাহী ইফাৎ জাহার মায়ার বই প্রতীকের সাথে তাসলিমা বেগমের হেলিকপ্টার প্রতীকের মধ্যে জোর প্রতিদন্ডিতা হবে বলে ভোটাররা আশা করছেন। বিকেলের মধ্যে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার পৌছে তাদের নির্বাচনি কাজ সেরে ফেলেন প্রতিটি ভোট কেন্দ্র কঠোর নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকা। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।


Post a Comment

Disqus