আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ নঈম জাহাঙ্গীর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার.ফ.ম জাহিদইকবাল, জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটিরসদস্য ইকবাল মজুমদার তৌহিদ, মোঃ শাহজালাল ও মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওকাপ সোনারগাঁ শাখার প্রজেক্ট কো-অর্ডিনেটর কাজী শামীম, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ অভিবাসী ফোরামের সভাপতি জনাব মশিউল আলম, ফোরাম সদস্য মোঃ শাহজালাল, আকরাম হোসেন মোল্লা, মাজহারুলইসলাম ওসুপ্রিয়া দাস । প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব শামীমতার বক্তবে বলেন“উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবারআগে” স্লোগানকে সামনে রেখে সারাবিশ্বের সাথে বাংলাদেশে আজ দিবসটি উদযাপন করা হয়েছে।তিনিতার বক্তব্যে বলে নবিগত ৩ বছরেওকাপ সোনারগাঁ শাখা প্রায় ১৫,০০০ মানুষকে নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য সেবাপ্রদান করেছে। ৩৬৬জনকে একদিনের প্রাক-সিন্ধামূলক প্রশিক্ষণপ্রদান করেছে, ৩৫টি আউট রিচ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১০,০০০ লোকের মধ্যে নিরাপদ অভিবাসনের তথ্য পৌঁছে দেয়া হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি আ.ফ.মজাহিদ ইকবাল বলেন ওকাপের এই প্রোগ্রাম একটিভাল উদ্দ্যেগ। তিনি অভিবাসীকর্মীদের দাবিগুলো সরকারের নীতিনির্ধারনীমহলে তুলেধরার চেষ্টাকরবেন এবং উল্লেখ করেন সরকার ইতিমধ্যে অভিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে অভিবাসীদের একটি আইডিকার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা পাওয়ার ব্যাপারে অভিবাসীকর্মীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে বলে মন্তব্য করেন। তার আগে তিনি স্বীকার করেন অভিবাসীদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস সেক্টরের পর রেমিটেন্স দ্বিতীয় অবস্থানে আছে। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন ওকাপ সোনারগাঁ অফিসের প্রজেক্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Facebook Disqus