গত মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে টকশোতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান যে ভাষায় ও যেভাবে আক্রমন করেছেন তাকে অসৌজন্যমূলক, অশালীন ও ন্যাক্কারজনক দাবি করে নারায়ণগঞ্জের ৬০ জন বিশিষ্ঠ নাগরিক বিবৃতি দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় পাঠানো এক লিখিত বিবৃতিতে বিবৃতিদাতারা উল্লেখ করেছেন, ডাঃ সেলিনা হায়াৎ আইভী যখন ত্বকী ও নারায়ণগঞ্জের ৭ খুনের বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন তখন শামীম ওসমান ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত চরিত্র ও পরিবার নিয়ে অশালীন ও কাল্পনিক মন্তব্য করে হত্যার বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা করেন। বিবৃতিদাতারা এ ঘৃন্য আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শামীম ওসমানের এ ঔদ্ধত্যপূর্ণ বর্বর আচরণের জবাব জনগণ একদিন অবশ্যই দেবে। ইতিহাসের দায় থেকে সে কখনোই মুক্তি পাবে না।
বিবৃতিদাতারা হলেন-কেন্দ্রীয় খেলাঘর আসরের জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আবদুর রহমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের জিয়া, উন্মেষ সাংস্কৃতিক সংসদের শরৎ ম-ল, অনন্যা সাংস্কৃতিক একাডেমীর পল্লবী প্রত্যাশা, কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিমল কান্তি দাস, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার রথীন চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির হিমাংশু সাহা, কথন আবৃত্তি সংগঠনের আরিফ, জল ছবির খসরু, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সানোয়ার তালুকদার, আনন্দধারার আরজু, বসন্ত বাহার সঙ্গীত একাডেমীর প্রদীপ সাহা, চন্দ্রবিন্দু সাইফুল আলম নান্টু, আবৃত্তি চক্রের মাহামুদ, ষড়জ এর জোহার জোহার, অর্চনা একাডেমীর সঞ্জয় ভৌমিক, ছাত্র ইউনিয়নের মৈত্রী ঘোষ, যুব ইউনিয়নের আবদুস সালাম বাবুল, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের এমএ শাহীন, বাংলাদেশ ক্ষেত মজুর কমিটির লোকনাথ বর্মন, কৃষক সমিতির জিয়া হায়দার ডিপথী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আবু নঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সজল বাড়ৈ, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের সুলতানা, নাট্যঙ্গনের মীর আনোয়ার আলী, জাতীয় তেল গ্যাস সম্পদ রক্ষা কমিটির ডাঃ নজরুল ইসলাম, ন্যাপের অ্যাডভোকেট আওলাদ হোসেন, ছাত্রলীগ বন্দর থানা কমিটির মিয়া বাবু, ক্রান্তি খেলা ঘর আসরের নাঈম চৌধুরী, সত্যাশ্রয়ী খেলা ঘর আসরের রাজীব দাস, একতা খেলা ঘর আসরের সুমীত সরকার, সমীরণ খেলা ঘর আসরের পলাশ, ডিঙ্গি পানশী খেলা ঘর আসরের আসিফ নূর, সোনা রোদ খেলা ঘর আসরের সঞ্চিতা, মৌচাক খেলা ঘরর আসরের নূরুল ইসলাম, অগ্নিবীনা খেলা ঘর আসরের এ ডাব্লিউ খান, ঝিলিমিলি খেলা ঘর আসরের সোহেল, রূপসী বাংলা খেলা ঘর আসরের পরশ আনোয়ার, ঐকান্তিক খেলা ঘর আসরের মাহফুজ, প্রজাপতি খেলা ঘর আসরের মিজানুর রহমান, অপূর্ব খেলা ঘর আসরের সেলিম, ইকরা খেলা ঘর আসরের তাজু, লহড়ী খেলা ঘর আসরের ইলিয়াছ, দুরন্ত খেলা ঘর আসরের সালাম, হাতেখড়ি খেলা ঘর আসরের খসরু, প্রভাতি খেলা ঘর আসরের সাইফুল, পারিজাত খেলা ঘর আসরের সেতু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সুজন, গার্মেন্ট শ্রমিক সংহতির অঞ্জন এবং বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির কুদ্দুস।

Post a Comment

Disqus