আবারো ভারতের সেরা ধনি মুকেশ, বিশ্বের সেরা বিল গেটস


স্টাফ রিপোটার/বর্তমানবার্তা ডট কম /   মার্চ২০১৫/ভারতে ৮ম বছরের মতো সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান বজায় রেখেছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ দুই হাজার একশ কোটি ডলার। এদিকে আবারো বিশ্বের সেরা ধনী নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিল গেটস।


ফোর্বস ম্যাগাজিন ২০১৫ সালের সেরা ধনীদের যে তালিকা প্রকাশ করে তাতে উঠে এসেছে এসব তথ্য।

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ভারতের সেরা ৯০ ধনীর শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। বিশ্বে তার অবস্থান ৩৯তম। তার পরের অবস্থানেই রয়েছেন ওষুধ ব্যবসায়ী দিলীপ সাংভি। বিশ্বে তার অবস্থান ৪৪তম। তার মোট সম্পদের পরিমাণ দুই হাজার কোটি ডলার। তৃতীয় সেরা ধনীর তালিকায় রয়েছেন আজিম প্রেমজি। বিশ্বে তার অবস্থান ৪৮তম। তার মোট সম্পদের পরিমাণ এক হাজার নয়শ এক কোটি ডলার।
এদিকে বিশ্বের সেরা ধনী বিল গেটসের মোট সম্পদের পরিমাণ সাত হাজার নয়শ ২০ কোটি ডলার। তিনি গত ২১ বছর ধরে ১৬ বার বিশ্বের সেরা ধনী নির্বাচিত হয়েছেন।
বিশ্বে সেরা ধনীর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর কার্লোস স্লিম এবং তৃতীয় অবস্থানে আছেন মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট।


Post a Comment

Disqus