![]() |
| সোনারগাঁয়ে বেকারিতে ডাকাতি ৪ লাখ টাকা লুট,ম্যানেজারকে কুপিয়ে জখম |
জহিরুল ইসলাম সিরাজ/বর্তমান বার্তা ডট কম/ ৪ ফেব্রুয়ারি ২০১৫ ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৈলেরবাগ জামে মসজিদের পাশে (থানা রাস্তা) সাদিয়া ব্রেড বেকারিতে গতকাল মঙ্গবার সকাল সারে আটার দিকে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত বেকারিতে ঢুকে ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে ক্যাশ বাক্সে ভেঙ্গে নগদ প্রায় ৪ লাখ টাকার মতো নিয়ে যায়। এসময় দুই ডাকাতকে চিনে ফেললে তারা ম্যানেজার জাকিরকে এলোপাথারি ভাবে কুপিয়ে মারাতœক জখম করে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্দার করে করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় বেকারি মালিকের ছোট ভাই মোঃ রাশেদুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় কালা মানিক (২৮) ও কবির হোসেনসহ আরো ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়।

Post a Comment
Facebook Disqus